বিএনপির পদযাত্রায় সিলেটে নেতৃত্ব দেবেন জাহিদ

১০ দফা দাবিতে আগামী ৪ মার্চ পূর্বঘোষিত পদযাত্রা কর্মসূচি সফল করতে নেতাদের দায়িত্ব বণ্টন করেছে বিএনপি। বুধবার (১ মার্চ) রাতে দলের ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

পদযাত্রায় দায়িত্বপ্রাপ্ত নেতাদের মধ্যে সিলেট মহানগরে নেতৃত্ব দেবেন দলের ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এছাড়া ঢাকা মহানগর দক্ষিণে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, চট্টগ্রাম মহানগরে স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, কুমিল্লা মহানগরে ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নারায়ণগঞ্জ মহানগরে ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, খুলনা মহানগরে ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, ফরিদপুর মহানগরে ভাইস চেয়ারম্যান আহমদ আযম খান, ঢাকা মহানগর উত্তরে প্রধান সমন্বয়কারী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আমানউল্লাহ আমান, রাজশাহী মহানগরে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মিজানুর রহমান মিনু, গাজীপুর মহানগরে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, বরিশাল মহানগরে যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, রংপুর মহানগরে সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু এবং ময়মনসিংহ মহানগরে ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্সকে প্রধান সমন্বয়কারী করে এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সংশ্লিষ্ট বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের সমন্বয়কারী ও সহসাংগঠনিক সম্পাদকদের সহকারী সমন্বয়কারী এবং মহানগর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক/আহ্বায়ক, প্রথম যুগ্ম আহ্বায়ক/সদস্য সচিবদের সদস্য করে সমন্বয় টিম গঠন করা হয়েছে।

এছাড়া বিভাগ/মহানগরের অধিবাসী জাতীয় নির্বাহী কমিটির নেতা, সাবেক সংসদ সদস্যদের মহানগরের থানা পদযাত্রায় সম্পৃক্ত ও অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।