বিএনপির ইফতার মাহফিলে সাংবাদিকদের ওপর হামলা

রাজধানীর পল্লবীতে মহানগর উত্তর বিএনপির ইফতার মাহফিলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সামনেই সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

শুক্রবার (৩১ মার্চ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে। এসময় মির্জা ফখরুল মাইক হাতে কর্মীদের বারবার নিবৃত করার চেষ্টা করেন।

পরে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় আন্তরিক দুঃখ প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল।

দলের নেতাকর্মীদের সমালোচনা করে ফখরুল বলেন, ‘এই রূপনগর ও পল্লবী থানার কর্মীরা আপনারা কি সত্যিকারে দলকে ভালোবাসেন? মনে হয় না। তাহলে আজকের এই ঘটনা ঘটতো না। আপনারা অতিথিদেরকে (সাংবাদিক) সম্মান করতে জানেন না। আমি অত্যন্ত দুঃখিত ও শোকাহত।’

তিনি বলেন, ‘আমি অনুরোধ করবো দয়া করে শৃঙ্খলার সঙ্গে এখানে থাকেন। আমি নিজে দেখেছি, কারা কারা এই ঘটনা ঘটিয়েছে।’

ফখরুলের বক্তব্যের সময় নেতা কর্মীরা উত্তেজিত হলে তিনি রেগে গিয়ে বলেন, ‘থামেন আপনারা থামেন। এখানে আওয়ামী লীগের দালালেরা ঢুকে। এখানে সরকারের দালালেরা এসেছে। আমি আবারও সাংবাদিক ভাইদের কাছে আমার ব্যক্তিগত তরফ থেকে ও দলের পক্ষ থেকে ক্ষমা চাচ্ছি।’

এ ঘটনায় সন্ধ্যা ৭টার দিকে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে এখনো কিছু জানি না। আমার কাছে কোন অভিযোগ এখনো আসে নাই।’