বাস-ট্রাক সংঘর্ষে ৪৫ মিনিট বন্ধ ছিল সিলেট-ঢাকা মহাসড়ক

সিলেটের ওসমানীনগর উপজেলায় সিলেট-ঢাকা মহাসড়কে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ৪৫ মিনিট অবরুদ্ধ হয়ে ছিল মহাসড়ক। এতে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

আজ শনিবার (২০ এপ্রিল) বিকেল ৫টার দিকে মহাসড়কের গোয়ালাবাজারে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে গুরুতর আহত বাস ও ট্রাকের দুই চালক।

আহতরা বাস চালক ওসমানীনগর উপজেলার কলারাই গ্রামের আতাউর মিয়া (৩৫) ও ট্রাক চালক জৈন্তাপুর উপজেলার দরবস্ত গ্রামের আব্দুল মন্নান (৩০) কে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

দুই যানের মুখোমুখি সংঘর্ষে মহাসড়ক বন্ধ হয়ে গেলে বিপরীতমুখী সড়কেই সৃষ্টি হয় গাড়ির লম্বা লাইন, বাড়তে থাকে ভোগান্তি।

খবর পেয়ে তাজপুর ফায়ার স্টেশনের কর্মীরা ও ওসমানীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে দীর্ঘ ৪০ মিনিটের প্রচেষ্ঠায় আহতদের উদ্ধার করে। তারপর মহাসড়ক থেকে বাস ও ট্রাক অপসারণ করা হলে স্বাভাবিক হয় যান চলাচল।

ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুজ্জামান সড়ক দুর্ঘটনা ও মহাসড়কে যানজটের বিষয় নিশ্চিত করে বলেন, ঘটনাস্থল থেকে আহত দুইজনকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে এবং মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।