হবিগঞ্জের বানিয়াচংয়ে মাওলানা জাফর আহমদ সিরাজীর উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সর্বস্তরের আলেম উলামাগণ।
শনিবার (৩০ জুলাই) বিকাল ৩টায় আলোচনা সভায় হামলার ঘটনায় তীব্র ও নিন্দা ঘটনার সাথে জড়িত ব্যক্তিকে অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক বিচার করতে প্রশাসনের প্রতি জোড় দাবি জানানো হয়।
সভায় সভাপতিত্ব করেন আল্লামা শায়েখ মখলিছুর রহমান (দা:বা:)।
মাওলানা আব্দুল জলিল ইউসূফীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, মাওলানা আব্দুল অলি, মাওলানা শায়েখ ইকবাল হোসাইন, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, হাফেজ মাওলানা আলাউদ্দিন, মাওলানা আবুল কাশেম, মুফতি লুৎফুর রহমান, ক্বারী মহসিন আহমদ, ব্যবসায়ী লুৎফুর রহমান, হাফেজ শহিদুল ইসলাম, মাওলানা বাহার উদ্দিন, মাওলানা জমীর আলী সাইফুল্লাহ ও হাফেজ এনামুল হক প্রমুখ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দিবাগত রাতে স্থানীয় বড় বাজারে ব্যবসা সংক্রান্ত বিরোধের জের ধরে হামলার শিকার হন মাওলানা জাফর আহমদ সিরাজী। এতে তাঁর অবস্থার অবনতি ঘটলে হবিগঞ্জ থেকে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।