বানিয়াচংয়ে সর্বস্তরের আলেমদের উদ্যোগে ত্রাণ বিতরণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে সর্বস্তরের আলেমদের উদ্যোগে ৫ম ধাপে বন্যায় ক্ষতিগ্রস্ত ২ শতাধিক পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ বিতরণ করা হয়েছে।

সোমবার (৪ জুলাই) সকাল ১০টায় উপজেলার ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়নের বুরুজপাড়া হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘু পরিবার ও ২নং উত্তর-পূর্ব ইউনিয়নের আদর্শ গ্রাম, বড় সড়কে হাফেজ সহিদুল ইসলামের সঞ্চালণায় ও মাওলানা শায়খ মখলিছুর রহমানের নেতৃত্বে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায়দের মাঝে চাল, পেঁয়াজ, আলু, লবণ বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন- মাওলানা আব্দুল ওলি, মাওলানা আব্দুল জলিল ইউসূফী, মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মাওলানা আবুল আহমদ, মাওলানা ইমদাদ বিন খোর্শেদ, মাওলানা জমির আলী সাইফুল্লাহ, হাফেজ মাওলানা মকবুল হোসাইন, ক্বারী আব্দুস ছামাদ প্রমুখ।

এসময় বক্তারা ত্রাণকার্যে যারা দেশ-বিদেশ থেকে আর্থিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বানভাসিদের জন্য ত্রাণ বিতরণ কার্যক্রমের ধারা অব্যাহত থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।