বানিয়াচংয়ে সম্প্রীতি সমাবেশ ও বিশেষ আইনশৃঙ্খলা সভা

হবিগঞ্জের বানিয়াচংয়ে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজাকে সামনে রেখে সামাজিক সম্প্রীতি সমাবেশ ও বিশেষ আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বিভিন্ন শ্রেণিপেশার মানুষের উপস্থিতিতে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহের সভাপতিত্বে ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাওছার শোকরানার সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তজুমুল হক চৌধুরী, সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু, ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ ও মো. শাহজাহান মিয়া, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় দাস, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বাদল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক মাধব দেব ও হিন্দু কমিউনিটি নেতা কাজল চ্যাটার্জিসহ উপজেলার ১৫টি ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হচ্ছে বাংলাদেশ। আসন্ন দুর্গাপূজায় বরাবরের ন্যায় বিশেষ নিরাপত্তা দিবে প্রশাসন। এ ক্ষেত্রে প্রশাসনের পাশাপাশি পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দকেও সজাগ থাকতে হবে।

সভা শেষে উপজেলায় ১২৬টি পুজামন্ডপে ৫০০ কেজি করে মোট ৬৩ মেট্রিক টন চাল বিতরণ করা হয়।