হবিগঞ্জের বানিযাচংয়ে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৭ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মির সঞ্চালনায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) মো. রফিকুল আলম, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার ও জেলা মাদকদ্রব্য কার্যালয়ের ইন্সপেক্টর মো. হাবিবুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ইশরাত জাহান বলেন, ‘মাদকদ্রব্য যারা পান করে তারা যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনিভাবে পরিবার, এলাকা এবং দেশও ক্ষতিগ্রস্ত হয়। মাদক আমাদের নতুন প্রজন্মকে ধ্বংস করে দিচ্ছে। তাই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, আইন-শৃঙ্খলা বাহিনী, সাংবাদিক, শিক্ষক, ইমাম, জনপ্রতিনিধিসহ সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলে অবশ্যই হবিগঞ্জ জেলা মাদকমুক্ত হবে।’
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, ‘মাদক একটি সামাজিক ব্যাধি। মাদক থেকে উত্তোলন ঘটাতে হলে সচেতন ব্যক্তিবর্গকে এগিয়ে আসতে হবে। আর এ ক্ষেত্রে আজকের কর্মশালাটি আগামী দিনে মাদকদ্রব্য রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’
কর্মশালায় ডেলিগেটদের ১২টি গ্রুপে বিভক্ত করা হয়। ২০ মিনিটের লিখিত পরীক্ষায় উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেবের দল বিজয়ী হয়ে পুরস্কৃত হয়।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন- শিক্ষক, সাংবাদিক, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দ।