বানিয়াচংয়ে বিদায়ী ওসিকে মডেল প্রেসক্লাবের সংবর্ধনা

হবিগঞ্জের বানিয়াচং থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমরান হোসেনকে সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।

রোববার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় কার্যালয়ে মডেল প্রেসক্লাবের সভাপতি সর্দার আজিমুল হক স্বপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজুর সঞ্চালনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বানিয়াচং থানার বিদায়ী ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সংবর্ধিত ব্যক্তিত্ব মোহাম্মদ এমরান হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও মডেল প্রেসক্লাবের উপদেষ্টা গোলাম কিবরিয়া লিলু, ৪ নম্বর দক্ষিণ-পশ্চিম ইউনিয়নে পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহিবুর রহমান।

এ সময় আরও বক্তব্য দেন, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়েখ সিরাজুল ইসলাম, মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, নির্বাহী সদস্য রায়হান উদ্দিন সুমন ও প্রভাষক লিলু আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন, যুগ্ম-সাধারণ সম্পাদক শামীম আহমেদ চৌধুরী, কোষাধ্যক্ষ মো. আব্দাল মিয়া, আইন সম্পাদক মো. দেলোয়ার হোসেন, দফতর সম্পাদক তানজিল হাসান সাগর, আম বাগান উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. শাহিনুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী সৈয়দ সাজ্জাদ হাসানসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

বক্তাগণ বলেন, বিদায়ী ওসি মোহাম্মদ এমরান হোসেন একজন চৌকস, মেধাবী, স্বজ্জন ও দায়িত্বশীল ব্যক্তিত্ব। তিনি থানাকে দালালমুক্ত রাখার পাশাপাশি মাদক, মদ, জুয়া রোধসহ দাঙ্গা-হাঙ্গামা বন্ধে বিভিন্ন পদক্ষেপ নিয়েছেন, যা নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। এ ছাড়াও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে গৃহিত পদক্ষেপগুলো বাস্তবায়ন করায় এ জনপদের মানুষ নির্বিঘ্নে বসবাস করেছেন। এজন্য আমরা বানিয়াচংবাসী উনার কাছে কতৃজ্ঞ।

বিদায়ী ওসি মোহাম্মদ এমরান হোসেন বলেন, বানিয়াচংয়ের মানুষ অনেক ভালো। আমি ২ বছরের অধিক ওসি হিসেবে দায়িত্বপালন করেছি। আমি চেষ্টা করেছি সৎ থেকে সঠিক কাজগুলো করতে। এ ক্ষেত্রে মডেল প্রেসক্লাবের সাংবাদিকসহ সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা পেয়েছি। আমি সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।