বানিয়াচংয়ে ত্রাণ দিলেন অতিরিক্ত ডিআইজি

হবিগঞ্জের বানিয়াচংয়ে খুলনার অনির্বাণ লাইব্রেরির অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষে মাঝে ত্রাণ বিতরণ করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নুরুল ইসলাম।

বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় বানিয়াচং শাহী ঈদগাহ প্রাঙ্গণে উপজেলার ১৪টি ইউনিয়নের ৫৫৫ জন নারী-পুরুষের মাঝে এ ত্রাণ বিতরণ করা হয়। ত্রাণের প্যাকেটে ছিল চাল, ডাল, লবণ, চিনি, সেমাই, দুধ ও জরুরি ওষুধসহ ৮টি পণ্য।

এসময় অতিরিক্ত ডিআইজি মো. নুরুল ইসলাম বলেন, এ বন্যায় সিলেট বিভাগের অপূরণীয় ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা ছিল ভয়াবহ। এক্ষেত্রে বানভাসি মানুষদের কষ্ট লাঘবে বাংলাদেশ পুলিশ খুব নিষ্ঠার সাথে কাজ করেছে। এরই আলোকে বানিয়াচংয়ের বানভাসি মানুষদের পাশেও আমরা দাঁড়িয়েছি।

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন, ওসি (তদন্ত) মো. কবির হোসেন, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো. ফজলুর রহমান, মো. নাহিজ, হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, বিশিষ্ট শিল্পপতি মো. আবুল কাশেম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, বানিয়াচং প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মখলিছ মিয়া প্রমুখ।