বানিয়াচংয়ে তামাক নিয়ন্ত্রণ বাস্তবায়ন প্রশিক্ষণ

হবিগঞ্জের বানিয়াচংয়ে দিনব্যাপী ‘তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির প্রশিক্ষণ কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জুন) সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশিক্ষণ কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।

এছাড়া বক্তব্য দেন, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ওসি (তদন্ত) মো. কবির হোসেন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, উপজেলা সমবায় কর্মকর্তা জাফর ইকবাল চৌধুরী, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জীবন আহমেদ লিটন, সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. খবির উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাউছার শোকরানা, ইফা’র ফিল্ড সুপারভাইজার মো. তৌহিদ মিয়া, পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা সুদীপ দেব, পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এ কে এম এ হাদী, মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।

কর্মশালায় প্রশিক্ষণার্থীদের ৬টি ভাগে ভাগ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণে লিখিত পরামর্শ নেওয়া হয়। প্রশিক্ষণ কর্মশালায় ডেলিগেট হিসেবে উপস্থিত ছিলেন, সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ইমাম, ধর্মীয় নেতা এবং এনজিও কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।