হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।
বক্তব্য রাখেন- সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, ইউপি চেয়ারাম্যান শেখ সামছুল হক, মিজানুর রহমান খান, মো. রেখাছ মিয়া, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, বানিয়াচং মডেল প্রেসক্লাব সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, চেয়ারম্যান আব্দুল আহাদ, মো. আরফান উদ্দিন, প্রকৌশলী জয় কুমার দাশ, শাহ মাসউদ কুরাইশী মক্কী, মো. ফরিদ মিয়া, হাফেজ মো. শামরুল ইসলাম, শেখ মো. মিজানুর রহমান, মো. এরশাদ আলী, সাদিকুর রহমান, মো. নাসির উদ্দিন চৌধুরী ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কুহেলিকা সরকার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী বলেন, ‘চলমান বন্যায় দুর্গত মানুষদের পাশে সরকারের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম উলামা ও এনজিওসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষরা যেভাবে দাঁড়িয়েছেন তা সত্যিই প্রশংসার দাবিদার। এ ক্ষেত্রে উপজেলা পরিষদ এবং উপজেলা প্রশাসন অত্যন্ত সততা, আন্তরিকতা ও দায়িত্বশীল ভূমিকা পালন করেছে। এ ছাড়াও আইন শৃঙ্খলা বাহিনীও খুব তৎপর থাকায় বড় ধরণের কোন অপ্রীতিকর কোন ঘটনা ঘটেনি।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ তার বক্তব্যে- আসছে আগামী ঈদুল আজহায় কুরবানীর বর্জ্য যেন যত্রতত্র ফেলা না হয় সেদিকে জনপ্রতিনিধিসহ সবাইকে সচেতন থাকার আহ্বান জানান।