বানিয়াচংয়ে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী।

বক্তব্য রাখেন, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, উপজেলা স্বাস্থ্যও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামিমা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ইউপি চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, আব্দুল আহাদ, মো. আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

সভায় উপজেলায় ১৮ বছরের নিচে কোন চালক টমটম/মিশুক চালাতে পারবে না। আজ বুধবার ইউনিয়ন পরিষদের কার্ড না থাকলে চালককে আইনের আওতায় নিয়ে আসা হবে। এ ছাড়া হবিগঞ্জ-বানিয়াচং সড়কে যাত্রীদের সাথে সিএনজি চালকের ভাড়া সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করারও সিদ্ধান্ত গৃহীত হয়।