বানিয়াচং আসছেন স্থানীয় সরকার মন্ত্রী, প্রশাসনের প্রস্তুতি সভা

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপির আগামী ৯ নভেম্বর বানিয়াচং আগমন উপলক্ষে প্রস্তুতি সভা করেছে উপজেলা প্রশাসন।

সোমবার (৬ নভেম্বর) বিকাল ৪টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান এর সভাপতিত্বে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী ও থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসাইন।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. এনামুল হক, উপজেলা প্রকৌশলী মিনারুল ইসলাম, পল্লীবিদ্যুতের ডিজিএম আব্দুল্লাহ আল মাসুদ, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,

ইউপি চেয়ারম্যান আব্দুল আহাদ মিয়া ও মো. শাহজাহান মিয়া, শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, মো. নজরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান শেখ মিজানুর রহমান, বড় বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মো. জয়নাল আবেদীন, মুত্তাকিন বিশ্বাস, উপজেলা যুবলীগ সভাপতি মো. রেখাছ মিয়া ও সাধারণ সম্পাদক শেখ আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাহজাহান মিয়া,

সাংগঠনিক সম্পাদক মো. শাহিবুর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা শ্রমিক লীগের সভাপতি মাহমুদ বিশ্বাস ও সাধারণ সম্পাদক মো. রুবেল মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আবু আশসাফ চৌধুরী বাবু,

উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এজেড এম উজ্জল, সাবেক সাধারণ সম্পাদক রিপন চৌধুরী, ছাত্রলীগ নেতা সুমনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।