বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী) ও হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে বানিয়াচংয়ে ৭ হাজার ১’শ কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
শনিবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বিনামূল্যে সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, সাবেক সেক্রেটারী শিব্বির আহমদ আরজু, রিপোটার্স ইউনিটির সহসভাপতি শেখ মো. নুরুল ইসলাম, সাংবাদিক এস কে রাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. এনামুল হক জানান, কৃষকদের ব্রি ২৮, ২৯ ধান চাষ থেকে বিরত রাখতে উচ্চফলনশীল ব্রি ৮৮, ৮৯,৯২, ৯৬ জাতের বীজ প্রতি কৃষককে ৫ কেজি করে বীজ ও ২০ কেজি করে সার সরকারি প্রনোদনা হিসেবে প্রদান করা হয়েছে।