হবিগঞ্জের বানিয়াচংয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামাধীসহ ৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৩ জানুয়ারি) রাত সোয়া ১১টার দিকে এসআই অঞ্জন কুমার নাহা, এসআই রাজু বৈষ্ণব, এএসআই সাদ্দাম হোসেন যৌথ অভিযান পরিচালনা করে সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলার আমিরখানী গ্রামে শ্রী শ্রী জয়কালী মন্দিরে বাউন্ডারির পূর্ব পাশের খালি জায়গায় নগদ ৫ হাজার ২শ ত্রিশ টাকা ও ছয় গুটি (২টি জান্ডু মন্ডু খেলার বোর্ড) দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার সন্দলপুর গ্রামের মৃত আদর মিয়ার পুত্র মো. কবিরুল ইসলাম (৩৮), নবীগঞ্জ উপজেলার লরজপুর মৃত তাহের উদ্দিনের পুত্র মো. শরীফ উদ্দিন (২৫), একই গ্রামের মৃত আব্দুল হামিদের পুত্র সাদিক মিয়া (২৫), যাত্রাপাশা গ্রামের মৃত সফর আলীর পুত্র মো. ইদু মিয়া (৫০), রুপরাজখার পাড়ার মৃত আ. মন্নাফের পুত্র মো. ফজলু মিয়া (৪০) ও রঘুচৌধুরীপাড়ার বজলু মিয়ার পুত্র মোশাহিদ মিয়া (৩৬)।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব গ্রেপ্তারের তথ্য নিশ্চিত করে তিনি জানান, আসামিদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু পূর্বক বিচারার্থে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার, জুয়া, চুরি, ডাকাতি নির্মূলে থানা পুলিশের অভিযান অব্যাহত আছে।