হবিগঞ্জের বানিয়াচংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভায় ১ মাসে ৬টি খুনের ঘটনায় উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
রোববার (৩০ এপ্রিল) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
সভায় এপ্রিল মাসে ৬টি খুনের ঘটনাসহ গ্রাম্য দাঙ্গা বৃদ্ধির প্রেক্ষিতে উপজেলা আইন শৃঙ্খলার উন্নতিকল্পে বিভিন্ন পদক্ষেপ নেয়া হয়। এছাড়া দাঙ্গা কবলিত এলাকার মানুষদের নিয়ে যৌথ সভা, নোটিশ জারির মাধ্যমে সকল প্রকার দেশীয় অস্ত্র নিষিদ্ধকরণ ও আপসের মাধ্যমে হত্যা মামলা নিস্পত্তি না করাসহ সমন্বয় বৃদ্ধির সিদ্ধান্ত গৃহিত হয়।
পাশাপাশি সামাজিক অবক্ষয় রোধে মসজিদ-মন্দির ও সকল ধর্মের উপাসনালয়ে ধর্মীয় নেতাদের প্রতি আলোচনা করার আহ্বান জানানো হয়।
এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম চৌধুরী, সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, ওসি (তদন্ত) মো. আবু হানিফ, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়া, শেখ সামছুল হক, মো. মিজানুর রহমান খান, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, আব্দুল আহাদ মিয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, মো. আনোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, মো. ফরিদ মিয়া, মো. এরশাদ আলী, সাদিকুর রহমান, নাসির উদ্দিন চৌধুরী, শাহ মাসউদ কুরাইশী মক্কী, হাফেজ শামরুল ইসলাম ও শেখ মিজানুর রহমান প্রমুখ।