বানিয়াচংয়ে শেখ কামালের ৭৪তম জন্মবার্ষিকী পালিত

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা, ক্রীড়া সংগঠক শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (৫ আগস্ট) এ উপলক্ষে সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন ও উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কাশেম চৌধুরী।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসান, অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেন, কৃষি অফিসার মো. এনামুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শামছুল আরেফিন প্রমূখ।

আরও উপস্থিত ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের উপদেষ্টা মো. সাহিবুর রহমান, মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন।

সভায় বক্তাগণ শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জীবনীর ওপর স্মৃতিচারণ করেন ও রুহের মাগফেরাত কামনা করেন। শেষে জন্মদিন উপলক্ষে নানা জাতের ফলজ বৃক্ষ রোপণ করা হয়।

সিলেট ভয়েস/এএইচএম