বানিয়াচংয়ে মেশিনে বালু উত্তোলন, লাখ টাকা জরিমানা

হবিগঞ্জের বানিয়াচংয়ে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্যাম্যমান আদালত।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকাল সাড়ে ৪টায় উপজেলার ৫নং দৌলতপুর ইউনিয়নের আড়িয়া মুগুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী লাখাই উপজেলার তাজুল ইসলামের ছেলে মো. নজরুল ইসলামকে ১লাখ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান। ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেছেন বানিয়াচং থানা পুলিশ।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ নাজমুল হাসান জানান, পরিবেশ বিনষ্টকারি ড্রেজার মেশিন দিয়ে যারাই বালু উত্তোলন করবে তাদেরকে আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করা হবে।