বানিয়াচংয়ের বিদায়ী ইউএনওকে মডেল প্রেসক্লাবের সংবর্ধনা

হবিগঞ্জের বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ পদোন্নতি জনিত বদলি হওয়ায় বিদায় সংবর্ধনা প্রদান করেছে বানিয়াচং মডেল প্রেসক্লাব।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) সকালে বানিয়াচং মডেল প্রেসক্লাব কার্যালয়ে এ সংবর্ধনা প্রদান করা হয়। এতে সভাপতিত্ব করেন মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন।

অনুষ্ঠানে বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পদ্মাসন সিংহ বলেন, পৃথিবীর বিখ্যাত ঐতিহ্যবাহী গ্রাম বানিয়াচং। এ গ্রামের ইতিহাস-ঐতিহ্য ভরপুর। উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে ২টি বছর দায়িত্ব পালনকালে সকল শ্রেণিপেশার মানুষের সহযোগিতা পেয়েছি। যথাসাধ্য চেষ্টা করেছি আমার ওপর অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করে সাধারণ মানুষের ভালোবাসা অর্জনের।

গণমাধ্যম কর্মীরা দেশ ও জাতির কল্যাণে কাজ করেন উল্লেখ করে তিনি বলেন, সংবাদ সংগ্রহ করে জাতির নিকট তুলে ধরে দেশ উন্নয়নে অগ্রণী ভূমিকা রাখছেন গণমাধ্যমকর্মীরা। এ ক্ষেত্রে বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ নীতি-নৈতিকতায় অটল থেকে কাজ করে যাচ্ছেন। আমি সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। কর্মজীবনে যেখানেই থাকি বানিয়াচংয়ের মানুষের ভালোবাসার কথা ভুলতে পারবনা।

সাধারণ সম্পাদক মো: আব্দাল মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা আক্তার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মলয় কুমার দাস, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শুয়াইব আহমদ, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা শায়খ সিরাজুল ইসলাম ও বীর মুক্তিযোদ্ধা মোঃ মঞ্জিল মিয়া।

স্বাগত বক্তব্য রাখেন মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ফজল উল্লাহ খান ও শেখ আবুল মনসুর তুহিন, গ্যানিংগঞ্জ বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, সাংবাদিক রায়হান উদ্দিন সুমন, মডেল প্রেসক্লাবের সহসভাপতি শামীম চৌধুরী, আব্দুল মালেক, মিজানুর রহমান ও নুর উদ্দিনসহ বিভিন্ন শ্রেণিপেশার ব্যক্তিবর্গ।

উল্লেখ্য, রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসিচব ভাস্কর দেবনাথ বাপ্পি’র নির্দেশে বানিয়াচং উপজেলার নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহকে খাগড়াছড়ি জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে পদায়ন করা হয়েছে। পূর্বে পদ্মাসন সিংহ সিলেট জেলার কোম্পানিগঞ্জ উপজেলায় সফলতার সাথে উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।