‘পুলিশ জনতা ঐক্য করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের বানিয়াচংয়ে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্টিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় থানা চত্তরে অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে থানা চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পূনরায় সভাস্থলে এসে শেষ হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মাহবুবুর রহমান।
থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু হানিফের সঞ্চালণায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, কমিউিনিটি পুলিশিং বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক বিপুল ভুষণ রায়, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান, জেলা ইমাম সমিতির সভাপতি কাজী মুফতি আতাউর রহমান, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাব সভাপতি জীবন আহমেদ লিটন, ইউপি চেয়ারম্যান আহাদ মিয়া, মিজানুর রহমান মিজান, হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক স্মৃতি চ্যাটার্জী কাজল, প্রিয়তোষ রঞ্জন দেব, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ নুরুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, শ্রমিক লীগ নেতা সুমন আখঞ্জি প্রমুখ।
এছাড়াও শিক্ষক-শিক্ষার্থী বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণিপেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।