বানিয়াচংয়ে পোড়ানো হলো ১০ হাজার মিটার কারেন্ট জাল

হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রত্না ব্রিজ ও মন্দরি গ্রামের হাওরের মাঝে পাতানো প্রায় ১০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৩০টি রিং জাল জব্দ করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বিকাল ৪টা থেকে সাড়ে ৬টা পর্যন্ত উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো. নাজমুল হাসানের নেতৃত্বে এক বিশেষ অভিযান চালিয়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে এসব জাল জব্দ করা হয়। তবে ঘটনাস্থলে কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি।

জানা যায়, রত্না ব্রিজ থেকে মন্দরি হাওর পর্যন্ত একাধিক জলমহলে জেলেরূপী দুর্বৃত্তরা বিকাল থেকে কারেন্ট জাল, রিং জাল ও মাছ ধরার বিভিন্ন উপকরণ দিয়ে মাছ ধরতে নামে। খবর পেয়ে অভিযানে নামে প্রশাসন।

এ অবস্থায় বানিয়াচং উপজেলা সহকারি কমিশনার (ভূমি) বিশেষ অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল ও ৩০টি রিং জাল জব্দ করেন এবং জব্দকৃত এসব জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

অভিযান চলাকালে থানা পুলিশ, হাওর তীরবর্তী গ্রামের বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

বানিয়াচং উপজেলা কমিশনার (ভূমি) নাজমুল হাসান তথ্যটি নিশ্চিত করেন। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন অমান্যকারীদের বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।