‘সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ’ এই স্লোগানকে ধারণ করে দিনব্যাপী নানা আয়োজনে হবিগঞ্জের বানিয়াচংয়ে ৫২ তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১১টায় দিবসটি উপলক্ষে জাতীয় পতাকা, সমবায় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়।
এরপর উপজেলার বিভিন্ন এলাকার সমবায় সমিতির সদস্য ও অথিতিবৃন্দের অংশগ্রহণে একটি র্যালী উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
এরপর উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাহবুবুর রহমান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব অ্যাডভোকেট আব্দুল মজিদ খান।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার মোঃ ইকবাল হোসেন।
উপজেলা সমবায় পরিদর্শক আবুল কালাম আজাদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা যুবলীগের সভাপতি মোঃ আবুল কাশেম চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সভাপতি জীবন আহমেদ লিটন, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মিয়া, সাবেক ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হোসেন খান মামুন, সাবেক সাবেক সাধারণ সম্পাদক রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে আব্দুল মজিদ খান এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের প্রান্তিক মানুষকে স্বাবলম্বী করার লক্ষ্যে সমবায় সমিতির যাত্রা শুরু করেছিলেন। এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমবায়ের মাধ্যমে দেশকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে সমবায় সমিতির কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ৪টি সমিতিকে সম্মাননা ক্রেষ্ট ও সদনপত্র তুলে দেন অতিথিবৃন্দরা।
এসময় উপস্থিত ছিলেন বানিয়াচং মডেল প্রেসক্লাবের সসাধারণ সম্পাদক মোঃ আব্দাল মিয়া, সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি শেখ নুরুল ইসলাম, সেক্রেটারী আজমল হোসেন খান প্রমুখ।