বানিয়াচংয়ে নগদ অর্থসহ ১০ জুয়াড়ি গ্রেপ্তার

হবিগঞ্জের বানিয়াচংয়ে নগদ অর্থ ও জুয়া খেলার সরঞ্জামসহ ১০ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৭ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১১টায় থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব’র দিকনির্দেশনায় এবং এসআই সবুজ কুমার নাইডু, এসআই রাকিব হোসেন, এএসআই জাহাঙ্গীর আলম, এএসআই জাকির হোসেন, এএসআই হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্সের সহায়তায় উপজেলা সদরের ১নং উত্তর-পূর্ব ইউনিয়নের অন্তর্গত দাসপাড়া এলাকার আসামি মহি উদ্দিনের পুত্র মামুন মিয়ার বসতঘরে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় নগদ ৩০ হাজার ৩শ টাকা ও খেলার সরঞ্জামসহ তাদের গ্রেপ্তার করে।

জুয়াড়িরা হলো- উপজেলা সদরের কাজী মহল্লার মৃত সিদ্দিক মিয়ার পুত্র আবিদুর রহমান (৪৫), নাগেরখানা গ্রামের মৃত নুর হোসেনের পুত্র হেলাল মিয়া (৩৯), দক্ষিণ নন্দিপাড়ার মৃত সালামত আলীর পুত্র মোঃ আমির উদ্দিন (৩০), একই এলাকার মৃত আব্দুল গনীর পুত্র আব্দুল মজিদ (৫০), চতুরঙ্গ রায়েরপাড়ার মৃত আঃ ছালাম মিয়ার পুত্র মো. আজিজুর মিয়া (৩৩), ভাওয়ালীটুলার মৃত নুরমান মিয়ার পুত্র এনামুল হক (৪৬), দত্তপাড়ার মহিবুর রহমানের পুত্র শাকিল হোসেন (২৪), দোকানটুলা এলাকার এমরানুর ইসলামেরপুত্র রফিকুল ইসলাম (২৭), মৃত আ. ছবুরের পুত্র মো. রাসেল মিয়া (৩৮), ওয়াতিউল্লার পুত্র মো. আকিবুর চৌধুরী (২৪)।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) অজয় চন্দ্র দেব বিষয়টি নিশ্চিত করে বলেন, জুয়া সংক্রান্ত আইনে নিয়মিত মামলা রুজুপূর্বক আসামিদের বিচারার্থে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। জুয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।