বানিয়াচংয়ে দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

হবিগঞ্জের বানিয়াচংয়ে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৯সেপ্টেম্বর) সকাল ১০টায় থানা প্রাঙ্গনে থানা প্রশাসনের উদ্যোগে এই আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভার আয়োজন করা হয়।

বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. দেলোয়ার হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আবু হানিফ এর সঞ্চালণায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি অধক্ষ্য স্বপন কুমার দাস, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক বিপুল ভূষণ রায়, বানিয়াচং উপজেলা পূজা উৎযাপন কমিটির সভাপতি মাদব দেব, সাধারণ সম্পাদক নূপুর রঞ্জন দাস, সুজাতপুর পুলিশ (তদন্ত) কেন্দ্রের ইনচার্জ মো. নূর আলম, বিথঙ্গল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আরজদ আলী প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন, অত্র থানা এলাকার প্রত্যেক পূজা মন্ডপের কমিটির সদস্যগণ, চেয়ারম্যান, মেম্বার, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয় দূর্গা পূজা বাস্তবায়ন কমিটির স্থানীয় নেতৃবৃন্দ।

মতবিনিময় সভার শুরুতেই শারদীয় দুর্গোৎসব-২০২৩ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় পরিষদের ৩৫ দফা দিকনির্দেশনা পাঠ করে শোনান নবাগত অফিসার ইনচার্জ। পূজা কমিটির নেতৃবৃন্দ প্রতিটি মন্ডপে স্থায়ী পুলিশ ও আনসার সদস্য মোতায়েনের ব্যবস্থা করতে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।