হবিগঞ্জের বানিয়াচংয়ে ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২রা এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহ।
উপজেলা ফিল্ড সুপার ভাইজার মো. সোলায়মানের সভাপতিত্বে সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বানিয়াচং সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দাল হোসেন খান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক কাজী মুফতি আতাউর রহমান, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু ও প্রভাষক মুফতি মোবাশ্বির আহমদ খান।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ বলেন, সমাজে সঠিকভাবে যাকাত প্রদান করলে ধনী এবং গরীবের মধ্যে ব্যবধান অনেকাংশে কমে যাবে। এতে দূর হবে বৈষম্য এবং ফিরে আসবে সাম্যতা। তাই সমাজের বিত্তবানরা যাকাত প্রদানে এগিয়ে আসতে হবে।
এ ক্ষেত্রে সরকারের নিয়ন্ত্রণাধীন ইসলামিক ফাউন্ডেশন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে তিনি উল্লেখ করেন।