হবিগঞ্জের বানিয়াচংয়ে নোংরা পরিবেশে নিষিদ্ধ রঙ দ্বারা বেকারির পণ্য তৈরি ও পণ্যে কেমিক্যাল ব্যাবহারের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) বেলা ৩টায় উপজেলা সদরের গ্যানিংগঞ্জ বাজারে (নতুন বাজার) ৩টি ব্যবসা প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারি কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান।
এ সময় অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে বেকারির পণ্য তৈরির দায় মেঘনা বেকারিকে ৫ হাজার টাকা, মিষ্টির কার্টনে ওজনে মিষ্টি কম দেওয়ায় নূরানী হোটেলকে ৫ হাজার টাকা ও কেমিক্যাল দিয়ে কাঁচা কলা পাকানোর অভিযোগে আব্দুল খালিক নামে এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকাসহ ৩ ব্যবসা প্রতিষ্ঠানে মোট ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এসময় বানিয়াচং থানা পুলিশ সহযোগিতা করেন।
মোবাইল কোর্টের ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হাসান জানান, নোংরা পরিবেশে ও নিষিদ্ধ রঙ দ্বারা বেকারির পণ্য তৈরি করে, সামনে সুন্দর করে ডিসপ্লে করছে এসব দোকান। ময়লা সংযুক্ত এসব বেকারির পণ্য খেয়ে শিশু সহ সাধারণ মানুষ স্বাস্থ্য ঝুঁকিতে পড়বে। অতি মুনাফার আশায় কলার আড়তদাররা কাঁচা কলায় কেমিক্যাল যুক্ত স্প্রে ব্যবহার করে পাকিয়ে কলা বিক্রি করা এবং ওজনে কম দেয়ায় নূরানী হোটেলে অভিযান চালিয়ে জরিমানা করা হয়। জনস্বার্থে এধরণের অভিযান অব্যাহত থাকবে।