বানিয়াচংয়ে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রস্তুতিমূলক সভা

বিগঞ্জের বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থানীয়ভাবে উদ্ভাবিত লাগসই প্রযুক্তির প্রয়োগ ও সম্প্রসারণ শীর্ষক কর্মশালা এবং প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ মে) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পদ্মাসন সিংহের সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি কর্মকর্তা মো. এনামুল হক, মৎস্য কর্মকর্তা মো. বোরহান উদ্দিন, অধ্যক্ষ স্বপন কুমার দাশ, বিপুল ভূষণ রায়, কাজী মুফতি আতাউর রহমান, আওয়ামীলীগ নেতা শেখ শাহনেওয়াজ ফুল মিয়া, বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু, উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা সুদীপ দেব, তথ্য আপা নুপুর দেব ও উপপ্রশাসনিক কর্মকর্তা সুব্রত দেব প্রমুখ।

আগামী বৃহস্পতিবার (১৮ মে) উপজেলা পরিষদ মাঠে সকাল ১০টা থেকে দিনব্যাপি উদ্ভাবনী মেলা অনুষ্ঠিত হবে। মেলায় স্টল প্রদর্শন করবেন উপজেলা কৃষি বিভাগ, প্রাণীসম্পদ বিভাগ, মৎস্য বিভাগ, শিক্ষা বিভাগ ও যুব উন্নয়ন বিভাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের উদ্ভাবনী শিক্ষার্থীবৃন্দ।

এএইচএম/০৮