বানিয়াচংয়ে ইফা শিক্ষককে হয়রানি, মউশিক-এর নিন্দা

বানিয়াচংয়ে ইফা কর্তৃক পরিচালিত আশকর উল্লাহ জামে মসজিদ মক্তবের কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক হাফেজ হাফিজুর রহমানের বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়ে হয়রানি করার প্রতিবাদে নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ মউশিক শিক্ষক কল্যাণ পরিষদ হবিগঞ্জ জেলা শাখা।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টায় হবিগঞ্জস্থ অস্থায়ী কার্যালয়ে মউশিক শিক্ষক কল্যাণ পরিষদের সভাপতি মাওলানা আবু তৈয়ব মোজাহিদীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা তাফাজ্জুল হকের সঞ্চালনায় নিয়মিত সভায় এ নিন্দা জানানো হয়।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা মোজাহিদ আহমদ মানিক, কোষাধ্যক্ষ মাওলানা আঃ রহমান, মাওলানা ফিরোজ আহমেদ, মাওলানা মহিবুর রহমান, হাফেজ সাইদুর রহমান, মাওলানা লুৎফর রহমান হেলালি, মাওলানা জুবায়ের আহমেদ, মাওলানা আঃ কাইয়ূম সিদ্দিকী, মাওলানা আব্দুল কাদির, মাওলানা ইয়াছিনুল হক, মাওলানা ফায়যুল কারীম, মাওলানা আবু নাছের খান, মাওলানা সৈয়দ আহমদ, মাওলানা ইউনুস আহমেদ, হাফেজ শিব্বির আহমদ আরজু, মাওলানা আঃ সালাম, মাওলানা আঃ কাইয়ূম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা আঃ আজিজ, মাওলানা সামছুল আলম ও মাওলানা ছালিকুর রহমান প্রমূখ।

সভাপতির বক্তব্যে মাওলানা আবু তৈয়ব মোজাহিদী বলেন, যে কেউ অন্যায়ভাবে কোন শিক্ষককে হয়রানি করলে আমরা বরদাশত করব না। কারণ, প্রত্যেক শিক্ষক আমরা ভাই ভাই একই পরিবারের সন্তান হিসেবে আমরা মনে করে থাকি। এ ক্ষেত্রে দুষ্টচক্র যতবড় শক্তিশালীই হউক না কেন আমরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিব।

এ ছাড়াও সম্প্রতি হবিগঞ্জ জেলায় ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাট হওয়ায় এর প্রভাব পড়ছে সকালের মক্তবে। রাতে সঠিকভাবে নিদ্রা না হওয়ায় সকালে অনেক ছাত্র-ছাত্রী মক্তবে আসতে পারছে না। শিক্ষার দিক বিবেচনা করে সঠিকভাবে বিদ্যুৎ সরবরাহ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছেন তিনি।