হবিগঞ্জের বানিয়াচংয়ে প্রবীন মুরুব্বী ক্বারী আব্দুল আজিজ (১৩৫) আর নেই। শনিবার (২৬ আগস্ট) দিবাগত রাত পৌনে ১২টায় উপজেলা সদরের যাত্রাপাশা মোকাম বাড়ির নিজ বাড়িতে তিনি ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
মৃত্যুকালে তিনি দুই কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন। তাঁর মৃত্যুতে একটি শতকের পরিসমাপ্তি ঘটলো। তাঁকে সবাই লম্বা মেছাব বলে ডাকতেন।
রবিবার বাদ জোহর যাত্রাপাশা বনমুথুরা হাফিজিয়া মাদ্রাসা প্রাঙ্গণে জানাযার নামাজ শেষে জমির হাজী জামে মসজিদ কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
এদিকে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক আলহাজ্ব রেজাউল মোহিত খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান, মাওলানা শায়খ মখলিছুর রহমান, মাওলানা শায়খ ইকবাল হোসাইন, মাস্টার কবির মিয়া, ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন, সাবেক চেয়ারমান মোঃ রেখাছ মিয়া, বানিয়াচং ইমাম সমিতির সাধারণ সম্পাদক মাওলানা শায়খ সিরাজুল ইসলাম, বানিয়াচং ইসলামি নাগরিক ফোরামের সভাপতি অ্যাডভোকেট শেখ শোয়াইব আহমদ, সাধারণ সম্পাদক মাওলানা আবুল কাশেম ও বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।
প্রসঙ্গত, ক্বারী আব্দুল আজিজ এর পৈত্রিক বাড়ি নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার ভোগাপাড়া গ্রামে। তাঁর পিতার নাম মৃত জবেদ আলী।তিনি ছোটবেলায় বানিয়াচংয়ে এসেছিলেন শিক্ষা গ্রহণ করতে। এরপর ভালোলাগা থেকে আমৃত্যু থেকে যান এখানে।
উল্লেখ্য, জানাযার পূর্বে মরহুম ক্বারী আব্দুল আজিজ মিয়া’র ওয়ারিশানে কোন পুত্র সন্তান না থাকায় মরহুমের সাথে কোন দেনাপাওনা থাকলে প্রথমে মাওলানা শায়খ মখলিছুর রহমান, পরে সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন খান ও ৪নং ইউপি চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পরিশোধের দায়িত্ব নেন।