সিলেট নগরীর বিমানবন্দর থানাধীন বাদামবাগিচা এলাকা থেকে পৃথক অভিযানে ৮ জুয়াড়ী ও ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।
তিনি জানান, বৃহস্পতিবার (২৫ আগস্ট) বিমানবন্দর থানার ওসি (তদন্ত) মো. জসিম উদ্দিনসহ একদল পুলিশ সদস্য সাথে নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে পৃথক অভিযান চালিয়ে বাদামবাগিচা এলাকার মামুন মিয়ার রিকশার গ্যারেজের ভিতর জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করা হয়।
আটক ৮জন হলো- কিশোরগঞ্জ সদর উপজেলার রগুনন্দপুর গ্রামের (বর্তমানে বাদামবাগিচা) মৃত সফর আলীর ছেলে মো. তানভীর হোসেন বাবু (২৬), বাদামবাগিচা এলাকার নূরুল ইসলামের ছেলে মো. সাহেদ আহমদ (২৪), বাইশটিলা এলাকার মৃত আব্দুল মান্নানের ছেলে মো. হাসান আহমদ (২৬), বাদামবাগিচা এলাকার মোঃ খলিল আহমদের ছেলে সুমন আহমদ (২২), জামালগঞ্জ সদর উপজেলার মহিষভাত গ্রামের (বর্তমান বাদামবাগিচা) মৃত বাবলু মিয়ার ছেলে রাসেল আহমদ (৩০), নগরীর রায়নগর এলাকার সহিদুল ইসলামের ছেলে জুবায়ের আহমদ পাপ্পু (৩৫), কোম্পানীগঞ্জ উপজেলার খাগাইল গ্রামের বিল্লাল মিয়ার ছেলে এহসানুল হক রাজিব (১৮) ও পঞ্চগড়ের ডেবিগঞ্জ থানাধীন (বর্তমানে বাদামবাগিচা) আবুল কাশেমের ছেলে জামিলুর রহমান (২৭)।
এসময় তাদের কাছ থেকে জুয়া খেলার ১৫১০ টাকা জব্দ করা হয়।
এছাড়াও অপর অভিযানে সিআর ওয়ারেন্টভুক্ত আসামী বাদামবাগিচা এলাকার আখলাক হোসেন চৌধুরীর ছেলে মো. আহাদ হোসেন জাহাঙ্গীরকে গ্রেপ্তার করে বিমানবন্দর থানা পুলিশ।
তাদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মুহাম্মদ মাইনুল জাকির।