বুধবার (২২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিলেটের বাতিঘরে এক বইআড্ডা, কথা ও গানের আয়োজনে মিলেছিলেন লেখক, পাঠক, আলোচক ও সুধিজন। টানা প্রায় দু’ঘন্টাব্যাপি এই প্রাঞ্জল মিলনমেলায় একজন সমাজ বিশ্লেষক লেখক মুহম্মদ আব্দুস সামাদের প্রকাশিত চতুর্থ গ্রন্থ নিয়ে এ আয়োজন অনুষ্ঠিত হয়।
আড্ডা, কথায়, গানে মুলত লেখকের গ্রন্থিত বিষয় আশি’র দশকের গ্রামীন সমাজচিত্রের স্মৃতি রোমন্থিত হয়।
অনুষ্ঠানে এবারের একুশে বইমেলায় প্রকাশিত লেখকের “ডেকাপীর বুড়ো হাজাম এবং অন্যান্য” শিরোনামে বইয়ের মোড়ক উন্মোচন করে ও মূল আলোচনা করেন লেখক, গবেষক, অধ্যাপক ড. আবুল ফতেহ ফাত্তাহ।
আড্ডায়, আলোচনায় অংশ নেন, প্রথম আলোর উত্তর আমেরিকা সম্পাদক সাংবাদিক ইব্রাহিম চৌধুরী খোকন, নাট্যব্যক্তিত্ব ও লোক-সংস্কৃতি গবেষক মু. আনোয়ার হোসেন রনি, যুক্তরাজ্যে বসবাসরত কবি ও লেখক জেসমিন চৌধুরী, বাপা’র সাধারণ সম্পাদক আব্দুল করিম কীম, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বদরুল ইসলাম সোয়েব, কবি ও প্রভাষক প্রণব কান্তি দেব প্রমুখ।
শাবিপ্রবির সমাজকর্ম বিভাগের অধ্যাপক আলী আক্কাস সোহেলের সভাপতিত্বে ও উপস্থাপক জিল্লুর রাহমান জয়’র সঞ্চালনায় এ বইআড্ডায় বাংলাদেশ বেতারের সহকারী আঞ্চলিক পরিচালক প্রদীপ চন্দ্র দাস, অধিবেশন তত্বাবধায়ক ওয়াহিদুল হক, কবি পুলিন রায়, আবিদ ফায়সাল, বিধুভুষন ভট্টাচার্য, রনদীপম বসু, ছড়াশিল্পী অজিত রায় ভজন, নিরঞ্জন চন্দ্র চন্দ সহ অনেকেই মুহম্মদ আব্দুস সামাদের প্রকাশিত গ্রন্থ নিয়ে মুক্ত আলোচনা করেন।
আয়োজনে গান পরিবেশন করে প্রথম আলো বন্ধুসভার বন্ধু নাহিয়ান রাহমান হিয়া, দেব রায় সৌমেন এবং আবৃত্তি করে নাফিসা কৌলিন সিগমা ও রুবাইয়াত বিনতে ওয়াহিদ।