বাঙালিরা কখনও কিছুতে পিছপা হয় না : বিভাগীয় কমিশনার

সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেছেন, ‘বাঙালিরা কখনও কিছুতে পিছপা হয় না। একাত্তরে জাতির পিতার নেতৃত্বে রক্ত দিয়ে স্বাধীনতা এনেছে। এ জাতি রক্তে লেখা সংবিধান সমুন্নত রেখেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে কাঙ্ক্ষিত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা প্রতিষ্ঠায় এগিয়ে যাবে। আর কোন অপশক্তি এই দুর্বার অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না।’

জাতীয় সংবিধান দিবস উপলক্ষে শুক্রবার (৪ নভেম্বর) সকাল ১১টায় সিলেট জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, ‘রাষ্ট্রীয় চার স্তম্ভের উপর ভিত্তি করে, রাষ্ট্র পরিচালনা পদ্ধতি নির্ধারণ করে ও ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের অধিকার নিশ্চিত করে রচিত এমন সংবিধানের উদারণ আর কোথাও নেই।’

তিনি বলেন, ‘দেশের সাধারণ মানুষের প্রতি বঙ্গবন্ধুর গভীর আন্তরিকতার জন্যে সংবিধানে সুস্পষ্টভাবে বলা হয়েছে, কোন নাগরিক ভূমিহীন-গৃহহীন থাকবেনা। জাতির পিতা নিজেই সে লক্ষ্যে কাজ শুরু করেছিলেন। এখন বঙ্গবন্ধুকন্যার নেতৃত্বে সেই লক্ষ্য পূরণ হচ্ছে।’

ড. মুহাম্মদ মোশাররফ হোসেন বলেন, ‘অন্য দেশ থেকে ধার করে এনে নয়, বঙ্গবন্ধু নিজস্ব চিন্তা-ভাবনা থেকেই দেশে সমাজতান্ত্রিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন।’

সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আনোয়ার সাদাতের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ মোশাররফ হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: ইমরুল হাসান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার ভবোতোষ রায় বর্মন।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) তৌছিফ আহমেদ, সিলেট জেলা বারের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট সদর উপজেলার নির্বাহী অফিসার নুশরাত আজমিরি হক, সিনিয়র সহকারী কমিশনার শাহিনা আক্তারসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও আইনজীবী সমিতির নেতৃবৃন্দ, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।