টি-টোয়েন্টি বিশ্বকাপে বুধবার বাংলাদেশ-ভারতের মহাগুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচের ওপর নির্ভর করছে সুপার টুয়েলভে গ্রুপ দুইয়ের পয়েন্ট টেবিলের অনেক হিসাব-নিকাশ। কিন্তু সব আয়োজনে জল ঢেলে দেওয়ার মতো অবস্থা বিরাজ করছে অ্যাডিলেডে।
কালকের অ্যাডিলেডের চরিত্রটা ছিল এমন- এই রোদ, এই বৃষ্টি। ম্যাচের দিনও বৃষ্টি হানা দেওয়ার পূর্বাভাস রয়েছে।
অস্ট্রেলিয়ার সরকারি আবহাওয়া অধিদফতর বলছে, অ্যাডিলেডের আকাশ মেঘলা থাকবে। বৃষ্টির সম্ভাবনাও রয়েছে ৫০ শতাংশ। আর সেটার সম্ভাবনা রয়েছে ম্যাচের সময় সন্ধ্যার দিকে। ম্যাচটা শুরু হবে অস্ট্রেলিয়ার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায়।
দিনের সর্বোচ্চ তাপমাত্রাও থাকবে ১৭ ডিগ্রি। তার সঙ্গে বাতাসের গতিবেগ তো থাকছেই।
এবারের অস্ট্রেলিয়ার আবহাওয়া অনেককেই বিস্মিত করেছে। বৃষ্টির প্রভাব পড়েছে বেশ কিছু ম্যাচে। কয়েকটা ম্যাচ তো পরিত্যক্তই হয়েছে। পয়েন্ট ভাগাভাগি হওয়ায় পয়েন্ট টেবিলেও তার প্রভাব পড়ছে। বাংলাদেশ-ভারতের অবশ্য এখন পর্যন্ত বৃষ্টির বাধায় পড়তে হয়নি।