বাংলাদেশ বিমান সরাসরি যাবে সুইজারল্যান্ড, দুই দেশের সম্মতি

বাংলাদেশ থেকে সরাসরি ফ্লাইট যাবে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। এরই মধ্যে সম্মত হয়েছে দুই দেশ। বুধবার বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরের এ বিষয়ে দ্বি-পাক্ষিক আলোচনা সভায় এমন সিদ্ধান্ত হয়।

বেবিচক জানায়, বাংলাদেশ ও সু্ইজারল্যান্ডের মধ্যে সরাসরি আকাশপথে যোগাযোগ স্থাপনের একটি দ্বি-পাক্ষিক বিমান চলাচল চুক্তি স্বাক্ষরিত হবে। এ চুক্তির খসড়া চূড়ান্ত করতে ৪ ও ৫ জুলাই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদরদপ্তরের সম্মেলন কক্ষে দুই দেশের প্রতিনিধি দলের মধ্যে দ্বি-পাক্ষিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

বুধবারের আলোচনা সভায় সুইজারল্যান্ড পক্ষের ৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির সিভিল এভিয়েশনের লিড নেগোশিয়েটর লোরেন্ট নোল। বাংলাদেশ পক্ষের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান, বাংলাদেশ প্রতিনিধি দলে বেবিচকের উচ্চ পর্যায়ের কর্মকর্তাসহ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, ইউএএস বাংলা এবং নভো এয়ারের প্রতিনিধিরা অংশগ্রহণ করেছেন।

বেবিচকের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ সোহেল কামরুজ্জামান জানান, সভায় অত্যন্ত বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিস্তারিত আলোচনায় খসড়া চুক্তি চূড়ান্ত স্বাক্ষরের উভয় পক্ষ সম্মত হয়েছে। দ্রুত চুক্তিটি চূড়ান্ত স্বাক্ষরের জন্য উভয় দেশ উদ্যোগ গ্রহণ করার আগ্রহ ব্যক্ত করে সভায় একটি সম্মত-কার্যবিবরণীও স্বাক্ষরিত হয়েছে।

তিনি জানান, চুক্তিটি চূড়ান্তভাবে স্বাক্ষরিত হলে বাংলাদেশের জন্য ইউরোপের একটি নতুন ও সরাসরি আকাশ পথ উন্মুক্ত হবে। যাত্রীদের সরাসরি ফ্লাইটের মাধ্যমে সু্ইজারল্যান্ড ও বাংলাদেশের মধ্যে যাতায়াতের এবং আকাশ পথে পণ্য পরিবহনের আরো একটি ক্ষেত্র প্রতিষ্ঠিত হবে।