বাংলাদেশ বিদেশী কোনো শক্তির পরামর্শে চলে না : পররাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ বিদেশী কোনো শক্তির পরামর্শে চলে না; এমন মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। বলেন, আগামী নির্বাচন দেশের শাসনতন্ত্র মেনে হবে। এছাড়া সুষ্ঠু নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন গঠনসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

শনিবার (১২ আগস্ট) দুপুরে নগরীর শাহী ঈদগাহে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে সনদ প্রদান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এসময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, নির্বাচনের আগে মনে হয় না তড়িঘড়ি করে কোনো দেশের সাথেই নতুন চুক্তি করবে বাংলাদেশ।

চুক্তি না করার ফলে দেশের উপর কোনো প্রভাব পড়বে কি না এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র। দেশ এখন একটি পজিশন নিয়ে আছে। আমরা ব্যালেন্স বৈদেশিক নীতি মেনে চলছি।’

আসন্ন ব্রিকস সম্মেলনের বিষয়ে মন্ত্রী বলেন, ‘তারা দাওয়াত দিয়েছে, মনে হয় প্রধানমন্ত্রী যাবেন। ব্রিকস যদি এ বছর নতুন দেশকে অন্তর্ভুক্ত নাও করে তবুও সেখানে গেলে অনেক দেশের রাষ্ট্রপ্রধানের সাথে সাক্ষাৎ হবে।’

তিনি বলেন, ব্রিকসের এই বড় অনুষ্ঠানে বিশ্বের প্রায় ৭০টি দেশ অংশগ্রহন করবে। যেখানে এতগুলো দেশের সাথে সাক্ষাতের সুযোগ হবে। ভারতের প্রধানমন্ত্রী, চীনের প্রধানমন্ত্রী, ব্রাজিলের প্রধানমন্ত্রী যাবেন। অনেক ধরণের আলাপ-আলোচনার জন্য এটা ভালো জায়গা। ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী সেখানে যাবেন।’