বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের দল তুরস্কে

স্মরণকালের অন্যতম ভয়াবহ ভূমিকম্পে লণ্ডভণ্ড তুরস্ক। এমন বাস্তবতায় উদ্ধার তৎপরতায় অংশ নিতে দেশটিতে পৌঁছেছে বাংলাদেশ ফায়ার সার্ভিসের ১২ সদস্যের দল।

ফায়ার সার্ভিস মিডিয়া সেল থেকে শুক্রবারের এক বার্তায় বিষয়টি জানানো হয়েছে।

এতে বলা হয়, বাংলাদেশ সেনাবাহিনীর উদ্ধারকারী দলের সঙ্গে ২৪ ঘণ্টার বিমানযাত্রা শেষে তুরস্কের আদানা বিমানবন্দরে পৌঁছেছে ফায়ার সার্ভিসের দলটি। সেখান থেকে ৩৫০ কিলোমিটার দূরের গন্তব্য আদিয়ামানের উদ্দেশে বাসে রওনা হন দলের সদস্যরা।

তুরস্ক ও সিরিয়ায় সোমবারের ভূমিকম্পে ধসে পড়ে হাজার হাজার ভবন। এসব ভবনে আটকে পড়া লোকজনকে উদ্ধারে তুরস্কের কর্মীদের সহায়তায় যোগ দিয়েছেন বিভিন্ন দেশের ফায়ার সার্ভিসসহ জরুরি সেবা সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা।

দুই দেশে ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজারের বেশি হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তা ও অধিকারকর্মীরা।

আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, তুরস্কে মৃতের সংখ্যা বেড়ে কমপক্ষে ১৭ হাজার ৬৭৪ হয়েছে বলে জানিয়েছেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতাই। পার্শ্ববর্তী দেশ সিরিয়ায় মৃত্যু বেড়ে ৩ হাজার ৩৭৭ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

এমন পরিস্থিতিতে তুরস্কে ত্রাণ ও উদ্ধার তৎপরতায় সহায়তা হিসেবে ১৭৮ কোটি ডলার দেয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিশ্বব্যাংক।

অন্যদিকে তুরস্ক থেকে জাতিসংঘের সহায়তার প্রথম বহর বিদ্রোহী নিয়ন্ত্রিত উত্তর-পশ্চিম সিরিয়ায় পৌঁছেছে।