মহান জাতিসংঘ দিবস উদযাপন উপলক্ষে বিভিন্ন বিষয়ে বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা ও মহানগরের অবস্থান কর্মসূচি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ‘বাংলা ভাষাকে জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা চাই, রোহিঙ্গাদের স্বদেশে প্রত্যাবর্তন চাই, ফিলিস্তিনের মানুষের স্বাধীনতা চাই, ইসরাইলী হানাদর বাহিনীর বিরুদ্ধে জাতিসংঘের নিষেধাজ্ঞা চাই’ দাবিতে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ পোয়েটস ক্লাবের চেয়ারম্যান কবি মোস্তাফিজুর রহমান চৌধুরী বলেছেন, ‘জাতিসংঘের প্রাতিষ্ঠানিক ভাষা হিসেবে বাংলা ভাষা প্রতিষ্ঠা লাভ করলে বাংলা ভাষা ভাষী জাতি হবে গর্বিত, জাতি এবং বাংলাদেশের শিল্প সাহিত্যের মান মর্যাদা বিশ্ব ব্যাপী সমাদৃত হবে।’
বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সাধারণ সম্পাদক কবি কামাল আহমদ এর সভাপতিত্বে অবস্থান কর্মসূচি ও পথসভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পোয়েটস ক্লাব সিলেট জেলা সহ সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক আতাউল ইসলাম বঙ্গী, সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা চৌধুরী, প্রচার সম্পাদক আশিকুর রহমান রানা, তথ্য সম্পাদক কবি ও সাংবাদিক জালাল জয়, সিলেট মহানগর কমিটির সহ সাধারণ সম্পাদক কবি রিপন মিয়া, সাংবাদিক সোহেল আহমদ প্রমুখ।
বক্তাগণ প্রতিপাদ্য বিষয়ে আলোকে বক্তব্য জাতিসংঘের কাছে এবং আমাদের সরকারের কাছে দাবীর বাস্তবায়নের জরুরী পদক্ষেপ নিতে আহবান জানান।