বাংলাদেশ ক্রিকেটে দলের প্রধান কোচের পদত্যাগ

বাংলাদেশ ক্রিকেটে দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। এর মধ্যে দিয়ে বাংলাদেশে ক্রিকেটে সমাপ্তি ঘটল ডমিঙ্গোর অধ্যায়ের। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) রাতে তিনি বিসিবি বরাবর পদত্যাগপত্র জমা দিয়েছেন।

দীর্ঘদিন ধরেই বাংলাদেশ দলের হেড কোচের পদে ডমিঙ্গোর থাকা না থাকা নিয়ে অনিশ্চয়তা চলছিল। তবে সব বিতর্ক, সমালোচনা সামলে নিজের পদে বহাল ছিলেন এই প্রোটিয়া কোচ। কিন্তু এবার নিজেই চাকরি ছেড়ে দিলেন ডমিঙ্গো।

চলতি ভারত সিরিজের পর ডমিঙ্গোকে আর জাতীয় দলের কোচ হিসেবে না রাখার নীতিগত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি সেটা ডমিঙ্গোকেও জানিয়ে দেওয়া হয়। এ রকম পরিস্থিতিতে সম্মানজনক বিদায়ের পথই বেছে নিয়েছেন প্রোটিয়া কোচ।

২০১৯ সালে আগস্টে প্রাথমিকভাবে দুই বছরের জন্য সাকিব-তামিমদের হেড কোচের দায়িত্ব দেওয়া হয়েছিল ডমিঙ্গোকে। দুই বছরের চুক্তি শেষে ২০২১ সালে আরও দুই বছরের জন্য তার সঙ্গে চুক্তি নবায়ন করেছিল বিসিবি। তবে দ্বিতীয় দফায় চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই বিদায় নিলেন তিনি।

২০২৩ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে বাংলাদেশ। তার আগে টাইগারদের হেড কোচ কে হবেন সে বিষয়ে এখনও কিছু জানায়নি বিসিবি। তবে গুঞ্জন রয়েছে টি-টোয়েন্টি দলের কোচ শ্রীধরন শ্রীরামকেও তিন ফরম্যাটের হেড কোচের দায়িত্ব দিতে পারে দেশের ক্রিকেট নিয়ন্ত্রণের সর্বোচ্চ সংস্থা।