জ্বালানি তেলের অস্বাভাবিক বৃদ্ধির মাঝে দেশের অর্থনীতি নিয়ে নানা বিচার-বিশ্লেষণের মাঝে বাংলাদেশ কোনও সংকটময় পরিস্থিতিতে নেই বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল-আইএমএফ।
মঙ্গলবার (১৬ আগস্ট) এক অনলাইন সভায় বাংলাদেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতি বিষয়ে আইএমএফ-এর এশিয়া অ্যান্ড প্যাসিফিক ডিপার্টমেন্টের ডিভিশন চিফ রাহুল আনন্দ এ মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশ কোনও সংকটময় পরিস্থিতিতে নেই বরং বিদেশি ঋণের ক্ষেত্রে এ অঞ্চলের অন্য দেশগুলোর তুলনায় বেশ ভিন্ন অবস্থানে রয়েছে।
তিনি জানান, অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের বৈদেশিক ঋণ তুলনামূলক অল্প, যা জিডিপির ১৪ শতাংশের মতো।
তিনি আরও বলেন, বাংলাদেশের পরিস্থিতি শ্রীলঙ্কা থেকে ভিন্ন। দেশটির ঋণখেলাপির পথে যাওয়ার ঝুঁকিও কম।
আইএমএফ বাংলাদেশকে সহায়তা করতে প্রস্তুত জানিয়ে তিনি বলেন, নীতিমালা ও প্রক্রিয়া অনুযায়ী আইএমএফ কর্মকর্তারা বাংলাদেশের সঙ্গে আলোচনা করবেন।
বাংলাদেশের রিজার্ভের বিষয়ে রাহুল বলেন, বর্তমান রিজার্ভ দেশটির চার থেকে পাঁচ মাসের আমদানি ব্যয় মেটানোর জন্য যথেষ্ট।