বাংলাদেশের প্রয়োজন পাঁচ উইকেট

মিরপুর শেরে-ই বাংলা স্টেডিয়ামে বৃহস্পতিবার (৬ এপ্রিল) আয়ারল্যান্ডের বিপক্ষে তৃতীয় দিনের খেলায় মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে এদিন কেবল আইরিশদের ১ উইকেট সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ দল। সাকিব আল হাসান, তাইজুল ইসলামরা পারেননি এদিন আইরিশদের উইকেট নিতে।

গতকাল দ্বিতীয় দিনশেষে আয়ারল্যান্ড ৪ উইকেট হারিয়ে সংগ্রহ করেছিল ২৭ রান। আজ তৃতীয় দিনে বাংলাদেশের থেকে ১২৮ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নেমেছিল আইরিশরা। তবে শুরুর ঘন্টা খানেক বেশ দেখে শুনেই শুরু করেছিল আইরিশ দুই ব্যাটার হ্যারি টেক্টর এবং পিটার মুর।

তবে শরিফুল ইসলামের দ্বিতীয় ওভারে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে মুর ফিরেছেন ১৬ রান করে। দলীয় ৫১ রানের মাথায় ৫ উইকেট হারিয়ে ধুকতে থাকে আইরিশ ব্যাটাররা। তবে পঞ্চম উইকেট হারানোর পর দলের হাল ধরেন টেক্টর এবং লরকান ট্যাকার।

লাঞ্চ বিরতিতে যাওয়ার আগে আইরিশদের দলীয় সংগ্রহ ৫ উইকেট হারিয়ে ৯২ রান। ক্রিজে ৪২ রানে অপরাজিত রয়েছেন টেক্টর এবং ট্যাকার রয়েছেন রানে অপরাজিত। বাংলাদেশের থেকে এখনো আয়ারল্যান্ড দল পিছিয়ে রয়েছে ৬২ রানে।

এর আগে বাংলাদেশ দল প্রথম ইনিংসে সংগ্রহ করেছিল সবকটি উইকেট হারিয়ে ৩৬৯ রান। দলের হয়ে সর্বোচ্চ ১২৬ রান করেন মুশফিকুর রহিম।