ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে বড় জয়ে সিরিজে সমতা ফিরিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের এই অর্জনকে বিশেষ কিছু হিসেবে বিবেচনা করছেন ফাস্ট বোলার তাসকিন আহমেদ। দ্বিতীয় টেস্টে ১০১ রানের বিশাল জয়ে দুই ম্যাচের শেষ সিরিজ সমতায় শেষ করেছে সফরকারী বাংলাদেশ। প্রথম টেস্টে ২০১ রানে হেরেছিল টাইগাররা।
ম্যাচ শেষে তাসকিন বলেন, ‘এটা অনেক বড় একটি অর্জন। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তাদেরকে হারিয়ে টেস্ট সিরিজ সমতায় শেষ করা সত্যিই বিশেষ কিছু। অনেক বড় দলই এই কন্ডিশনে নিজেদের মেলে ধরতে ব্যর্থ হয়েছে।’
বাংলাদেশের শীর্ষ এই ফাস্ট বোলার অসাধারণ এই অর্জনে দুই ম্যাচে ১১ উইকেট দখল করে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দুর্দান্ত পারফরমেন্সে হয়েছেন সিরিজ সেরা। ওয়েস্ট ইন্ডিজের ফাস্ট বোলার জেইডেন সিলেসের সাথে সিরিজ সেরার পুরস্কারটি তাসকিন ভাগাভাগি করে নিয়েছেন। দুই ম্যাচে সিলেস পেয়েছেন ১০ উইকেট।