‘বাংলাদেশের উৎসবের সাথে ভারতীয় সংস্কৃতির মিল রয়েছে’

ভারতীয় সহকারী হাইকমিশনার নীরাজ কুমার জয়সওয়াল বলেছেন, বাংলাদেশের প্রতিটি উৎসব ভারতের মতোই হয়। প্রতিটি উৎসবের সাথে ভারতীয় সংস্কৃতির মিল রয়েছে।

তিনি বলেন, আমাদের ভাষা এক, কৃষ্টি-কালচার এক। অতীতেও এক ছিলাম। মহান মুক্তিযুদ্ধের সময় দুই দেশের মধ্যে ভ্রাতৃপ্রতিম সম্পর্ক ছিল। মহান বিজয় দিবসের এই মিলনমেলা দুই দেশের সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। তাই এ ধরনের উৎসব সবসময় পালনের জন্য সকলের প্রতি আহ্বান জানাই।

শুক্রবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবস উপলক্ষে তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটির (গ্রাসরুটস) দুইদিনব্যাপী পিঠা উৎসবের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) সিলেট জেলার সভাপতি চৌধুরী নাদিরা সুলতানার সভাপতিত্বে ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমাংশু মিত্রের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ, ২০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জাতীয় সমন্বয়কারী অনিতা দাস গুপ্তা, সিলেট জেলা প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সুলতান আহমদ সুমন, আন্তর্জাতিক সম্পাদক অনিন্দিতা মিত্র ও বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সাকেরা সুলতানা।

এছাড়া গ্রাসরুটসসহ সিলেটের অন্যান্য নারী উদ্যোক্তা এসময় উপস্থিত ছিলেন।

মহান বিজয় দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে চিত্রাঙ্কন, কবিতা আবৃত্তি ও গানের প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।