নেদারল্যান্ডসের বিপক্ষে পরাজয়ের ক্ষত না ভুলতেই আবারও মাঠে নামতে যাচ্ছে সাকিব আল হাসানের দল। মঙ্গলবার কলকাতার ইডেন গার্ডেন্সে টাইগারদের প্রতিপক্ষ পাকিস্তান। যদিও পাকিস্তান দলও খুব একটা স্বস্তিতে নেই। টানা চার হারে খাদের কিনারায় বাবর আজমরাও। বাংলাদেশকে সম্মানের চোখেই দেখছে ৯২’ বিশ্বজয়ীরা।
ম্যাচের আগের দিন আজ (সোমবার) সংবাদ সম্মেলনে পাকিস্তান কোচ গ্র্যান্ড ব্র্যাডবার্ন কথা বলছেন বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে। তার মুখে অবশ্য সাকিবদের জন্য সমীহই ছিল, ‘বাংলাদেশ এখানকার বাকি নয়টি কোয়ালিফাই করা দলের মতোই একটা। আমাদের তাদের হারানোর দৈব ক্ষমতা নেই। আমরা জানি, এদের ভেতর যে কোনো দলকে হারাতে গেলে ভালো খেলতে হবে। আমরা এটাও জানি, যখন একই সঙ্গে তিনটা পার্টেই ভালো খেলতে পারবো; টুর্নামেন্টের যে কোনো দলকে হারাতে পারবো।’
‘বাংলাদেশের জন্য অনেক বেশি সম্মান আছে আমাদের। তাদের দলে কোয়ালিটি ক্রিকেটার আছে। আমাদের বিশ্বাস তাদের দুর্বলতা বের করে সেটা কাজে লাগাতে পারবো, এটাও জানি তাদের শক্তির জায়গাটা কোথায়। এজন্য আমরা বাংলাদেশের বিপক্ষে খেলার জন্য ভালোভাবেই তৈরি। একই সঙ্গে নিজেদেরকে আয়নাতে দেখছি এটা নিশ্চিত করতে, যেন একসঙ্গে হয়ে আমরা সেরা পারফরম্যান্সটা দিতে পারি।’–যোগ করেন ব্র্যাডবার্ন।
বিশ্বকাপে শুরুটা ভালোই হয়েছিল পাকিস্তানের। প্রথম দুই ম্যাচেই পেয়েছিল জয়। পরবর্তীতে টানা ৪ পরাজয়ে পথ হারিয়ে ফেলে ম্যান ইন গ্রিনরা। মূলত চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হারের পরই এমন ভরাডুবি কি না এ নিয়ে এক প্রশ্নের জবাবে পাক কোচ বলেন, ‘উত্তর হচ্ছে একদমই প্রভাব ফেলেনি (ভারত ম্যাচ)। ওই পারফরম্যান্সটা আহমেদাবাদে ছিল যেটা আমাদের সব খেলোয়াড়ের জন্য বড় অভিজ্ঞতা ছিল। আমাদের কেউ এর আগে ওই মাঠ বা ১ লাখ ৩০ হাজার ধারণক্ষমতার স্টেডিয়ামে খেলেনি। ওটা অনেক বড় ও ভালো অভিজ্ঞতা ছিল ছেলেদের জন্য।’