বাংলাদেশকে ছুঁয়ে শক্ত অবস্থানে পাকিস্তান, বিপদে ওয়েস্ট ইন্ডিজ

সরাসরি ২০২৩ বিশ্বকাপে যেতে ওয়ানডে সুপার লিগের পয়েন্ট টেবিলে সুবিধাজনক জায়গায় থাকতে হবে দলগুলোকে। সেখানে রবিবারের ম্যাচগুলোর পর নিজেদের শক্ত অবস্থানে নিয়ে গেছে পাকিস্তান-নিউজিল্যান্ড। তবে ওয়েস্ট ইন্ডিজ বিপদে পড়ে গেছে। আগামী বছরের কোয়ালিফায়ার এড়াতে হলে এখন তাদের অন্যান্যদের ফলাফলের দিকে তাকিয়ে থাকতে হবে।

টেবিলে নিজেদের অবস্থান সুসংহত করতে বাবর আজমের দল গতকাল থ্রিলারে স্বাগতিক নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ জিতেছে। তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে প্রায় হারিয়ে দিতে বসেছিল ডাচরা। শুরুতে টস জিতে ব্যাট করতে নামা পাকিস্তান স্বাগতিক বোলারদের তোপের মুখে ৪৯.৪ ওভারে ২০৬ রানে গুটিয়ে গেছে। ৫০ রানে ৩ উইকেট নেন ডে লেডে। ১৫ রানে দুটি নেন ভিভিয়ান কিংমা। সতীর্থদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন কেবল অধিনায়ক বাবর আজম। ৯১ রানের ইনিংস খেলে একা দলকে টেনে নিয়েছেন। জবাবে নেদারল্যান্ডসকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন ওপেনার বিক্রমজিত সিং ও টম কুপার। এ দুজনেই পাকিস্তানের জয়ের পথে কাঁটা বিছিয়ে দিয়েছিলেন। শেষ পর্যন্ত সফরকারী দল পেসার নাসিম শাহর দুর্দান্ত বোলিংয়ে প্রতিপক্ষকে অলআউট করে ম্যাচ জেতে ৪৯.২ ওভারে। ৩৩ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন এই তরুণ। মোহাম্মদ ওয়াসিমও ৩৬ রানে নিয়েছেন ৪টি।

তিন ম্যাচের সিরিজ ৩-০ তে জেতায় সুপার লিগ টেবিলে এখন বাংলাদেশকে ছুঁয়েছে বাবর আজমের দল। তাদের সমান ১২০ পয়েন্ট পেলেও পাকিস্তান অবস্থান করছে তিনে। শ্রেয়তর রান রেটে বাংলাদেশের অবস্থান দুই। শীর্ষে থাকা ইংল্যান্ডের পয়েন্ট ১২৫।

একইভাবে তৃতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫ উইকেটের জয়ে পয়েন্ট যোগ হয়েছে কেন উইলিয়ামসনদেরও। ১০ পয়েন্ট পেয়ে চতুর্থস্থান তারা ধরে রেখেছে। নিউজিল্যান্ডের মোট পয়েন্ট ১১০।

শুরুতে ৮ উইকেটে ৩০১ রানের বড় সংগ্রহ পায় ওয়েস্ট ইন্ডিজ। সেঞ্চুরির দেখা পান কাইল মেয়ার্স। আর নিকোলাস পুরান তো উপহার দেন বিস্ফোর এক ইনিংস। মেয়ার্স ১১০ বলে ১০৫ রান করেছেন। তাতে ছিল ১২টি চার ও ৩ ছয়। অধিনায়ক পুরানের ইনিংসে ছিল ৪টি চার ও ৯ ছয়ের মার। এর পরেও কিউই দল চার ফিফটিতে ম্যাচ জিতে নিয়েছে ১৭ বল হাতে রেখে। ৫৭ রান করেন ওপেনার গাপটিল। এছাড়া ডেভন কনওয়ে ৫৬, টম ল্যাথাম ৬৯ ও ড্যারিল মিচেল ৬৩ রান করেছেন। শেষ দিকে ১১ বলে ৩৪ রানের টর্নেডো ইনিংস খেলেন নিশাম।

অপর দিকে এই হারে বিপদে পড়তে হয়েছে ক্যারিবীয়দের। সুপার লিগে নির্ধারিত ২৪টি ম্যাচ তারা খেলে ফেলেছে। ৯০ পয়েন্ট নিয়ে অবস্থান করছে সাতে। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপে সরাসরি শীর্ষ ৮টি দল খেলার সুযোগ পাবে। ফলে ওয়েস্ট ইন্ডিজকে এর মধ্যে থাকতে হলে এবং বাছাই পর্ব এড়াতে হলে এখন প্রার্থনায় থাকতে হবে। যেন বাকিদের ম্যাচের ফলাফল তাদের পক্ষে যায়।

ভারত অবশ্য স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পাবে। ওয়েস্ট ইন্ডিজ যদি শেষ পর্যন্ত শীর্ষ আটে না-ই থাকতে পারে। তখন আগামী বছরে জিম্বাবুয়েতে অনুষ্ঠেয় কোয়ালিফায়ার খেলতে হবে।