বর্ণাঢ্য আয়োজনে সিলেটে বর্ষবরণ করবে শ্রুতি

বাঙালির বড় শক্তি হচ্ছে তার ভাষা, তার সংস্কৃতি। পহেলা বৈশাখ আমাদেরকে নতুনভাবে পথ চলার সহস যোগায়।

আবহমান বাংলার ঐতিহ্য বাংলা নতুন বর্ষকে বরণ করতে সিলেটের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন শ্রুতি-সিলেট প্রতিবারের মতো এবারো আয়োজন করেছে ‘শ্রুতি বর্ষবরণ উৎসব-১৪৩০ বাংলা’।

পহেলা বৈশাখ ১৪৩০, ১৪ এপ্রিল শুক্রবার ব্লুবার্ড স্কুল এন্ড কলেজের সুবিদবাজারস্থ প্রাথমিক ক্যাম্পাসে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে এই বর্ষবরণ উৎসব। অর্ধদিবস ব্যাপী আয়োজনে থাকবে বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজন। এ আয়োজনের প্রথমেই থাকবে সপ্তসুরে আহ্বান, থাকবে সম্মেলক পরিবেশনা, একক পরিবেশনা।

সমবেত সংগীত এবং নৃত্য পরিবেশন করবেন অনুষ্ঠান আয়োজক শ্রুতি-সিলেট, নৃত্যশৈলী, জাতীয় রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সিলেট, গীতবিতান-বাংলাদেশ, ছন্দনৃত্যালয়, সুরের ভূবন, সংগীত নিকেতন, ললিত মঞ্জরী, নৃত্যসুধা, নৃত্যরথ, পাঠশালা প্রমুখ। এতে শ্রুতির পক্ষ থেকে সবার উপস্থিতি কামনা করা হয়েছে।