জুমার নামাজ-পূর্ব বয়ানে মসজিদের খতিবকে বাধা প্রদানের জেরে যুবলীগ নেতা জসিম উদ্দিনের মালিকানাধীন বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার ও বিয়ানীবাজারের জিম্মি রেস্টুরেন্ট বন্ধ করে দিয়েছেন মুসল্লিরা।
জানা যায়, বিয়ানীবাজার কলেজ রোড মসজিদে শুক্রবার জুমার নামাজের পূর্বে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মশাহিদ আহমদ সরকারি নির্দেশনায় ধর্মীয় উগ্রবাদবিরোধী আলোচনা করছিলেন। এ সময় হোটেল ব্যবসায়ী যুবলীগ নেতা খতিবকে বয়ান করতে বাধা দেন। নামাজের পরপরই ঘটনাটি বিভিন্ন মহলে ছড়িয়ে পড়লে সামাজিক যোগাযোগমাধ্যমে যুবলীগ নেতা জসিম উদ্দিনের বিরুদ্ধে প্রতিবাদ ও নিন্দার ঝড় ওঠে।
সর্বস্তরের তৌহিদি জনতার পক্ষ থেকে জসিমের মালিকানাধীন বিয়ানীবাজারের জিম্মি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, হট পিপার এবং বড়লেখা পৌর শহরের জিম্মি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার বয়কটের দাবি ওঠে। এক পর্যায়ে তৌহিদি জনতা যুবলীগ নেতা জসিম উদ্দিনের বড়লেখা ও বিয়ানীবাজারের হোটেলগুলো বন্ধ করে দেন।
এ বিষয়ে যুবলীগ নেতা জসিম উদ্দিন ভিডিও বার্তায় জানান, তিনি ইমামকে সরল মনে বাধা দিয়েছেন। এতে ইমাম কষ্ট পেয়ে থাকলে তিনি যেন তাকে ক্ষমা করে দেন। ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটানোর প্রতিশ্রুতিও দেন তিনি।
বিয়ানীবাজার থানার ওসি (তদন্ত) সফেদ আলী বলেন, এ ঘটনায় থানায় মৌখিকভাবে জানানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।