বন্যায় জাফলংয়ের ৯ পরিবারের ভিটেমাটি, বসতঘর নিশ্চিহ্ন

গোয়াইনঘাটে বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করেছে। মাত্র একমাস আগের বন্যার ক্ষতি পূরণ না হতেই আবারও বন্যা। যে বন্যার স্রোত ৯টি পরিবারের প্রায় ১৫-১৭ টি ঘর নিশ্চিহ্ন করে গেছে। তারা খুঁজে পাচ্ছে না আসবাবপত্র, এমনকি ঘরের চিহ্নও নেই। কোন মতে প্রাণ নিয়ে বেঁচেছেন পরিবারের সদস্যরা।

এদিকে এবারের প্রবল বন্যায় নিঃস্ব করে গেছে মানুষদের। ভেঙ্গে দিয়ে গেছে ঘরবাড়িসহ প্রায় সকল রাস্তাঘাট। এছাড়া উপজেলার ৩নং পূর্ব জাফলং, পশ্চিম জাফলং, লেঙ্গুড়াসহ আরো কয়েকটি ইউনিয়নের মানুষ বন্যার পানিতে চরম ক্ষতিগ্রস্ত হয়। তার মধ্যে ৩ নং পূর্ব জাফলং ইউনিয়নের নয়াগাঙ্গের পাড় গ্রামের ৯টি পরিবার একেবারে নিঃস্ব হয়ে গেছে।

বিশেষ করে গোয়াইনঘাটের হাওড়াঞ্চলের মানুষ দিশেহারা হয়ে পড়েছে। দিশেহারা ঘরবাড়ি হারানো অসহায় ৯টি পরিবার।

ভুক্তভোগী জয়নাল আবেদিন, ইউনুস আলী, আব্দুল গাজি, মাইনুদ্দীন, নুরু মিয়া, হাসেন মিয়া, আবুল হক, আফিজ, গনি মিয়া বলেন- ‘এখন আমরা কোথায় যাব, কই থাকব, নেই ঘুমানোর জায়গাটা। শেষ সম্বল ছিল থাকার ঘর, সেটাও বন্যায় নিয়ে গেলো।’

বন্যার পানিতে ঘরবাড়ি হারানো অসহায় পরিবার সরকারসহ বিভিন্ন রাজনৈতিক নেতা কর্মী ও বিত্তবানদের কাছে তাদের পুনর্বাসনের দাবি জানিয়েছেন।