বন্যায় ক্ষতিগ্রস্ত কর্মচারীদের পাশে উইমেন্স মেডিকেল

বন্যাদুর্গত মানুষের মাঝে ধারাবাহিক ত্রাণ বিতরণ ও ফ্রি মেডিকেল কার্যক্রমের পাশাপাশি এবার বন্যায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের কর্মচারীদের পাশে দাঁড়িয়েছে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল।

বুধবার (৬ জুলাই) প্রতিষ্ঠানের হলরুমে বন্যায় ক্ষতিগ্রস্ত ৩য় ও ৪র্থ শ্রেণির কর্মচারীদের মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়।

সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. ফজলুর রহিম কায়সারের সভাপতিত্বে অর্থ সহায়তা প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছিলেন উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা কোম্পানি হলি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান মুহাম্মদ ফখরুল ইসলাম, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জি এম মনিরুল ইসলাম, হলি সিলেট হোল্ডিং লিমিটেডের সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, পরিচালক মোস্তাক আহমদ, পরিচালক নুরুল ইসলাম খান, মেডিকেলের প্যাথলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা. নজরুল ইসলাম ভুইঁয়া, ফিজিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ও ত্রাণ কমিটির সদস্য সচিব প্রফেসর ডা. মাসুদুল আলম প্রমুখ। এ সময় ত্রাণ কমিটির সদস্যবৃন্দ ও মেডিকেল কলেজ হাসপাতালের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নগদ অর্থ সহায়তা বিতরণকালে বক্তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সকল শ্রেণি-পেশার মানুষ কমবেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যার্ত মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্পের পাশাপাশি সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠানের কর্মচারীদের সাধ্যমত সহযোগিতা করেছে। সকলের সম্মিলিত প্রচেষ্টায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষ কিছুটা হলেও সহানুভূতি পেতে পারে। এর মাধ্যমে তারা বন্যার ক্ষতি কিছুটা হলেও কাটিয়ে উঠতে সক্ষম হবে।