বন্যার্তদের স্বাস্থ্যসেবা দিল বাংলাদেশ পল্লী ফোরাম

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বন্যার্তদের জন্য বিশেষজ্ঞ ডাক্তারদের নিয়ে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে সামাজিক সংগঠন বাংলাদেশ পল্লী ফোরামের চেয়ারম্যান চৌধুরী আলী আনহার শাহান এই আয়োজন করেন।

এতে প্রায় ৩ শতাধিক মানুষ ফ্রি স্বাস্থ্যসেবা নেয়। এসময় বিনামূল্যে জরুরী ওষুধ প্রদান করা হয়। মেডিক্যাল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী এমপি।

এসময় তিনি বলেন, ‘মানবসেবা একটি ইবাদাত। মানুষের সন্তুষ্টির মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। তাই দূর্যোগ মুহুর্তে বাংলাদেশ পল্লী ফোরাম যে আয়োজন করেছে তা প্রশংসার দাবি রাখে। সংগঠনটির চেয়ারম্যান শাহানকে ধন্যবাদ জানাচ্ছি।’

তিনি আরও বলেন, ‘জনস্বাস্থ্য নিরাপত্তায় প্রশাসন, রাজনীতিবিদ ও জনপ্রতিনিধির পাশাপাশি সামাজিকভাবে সচেতনতা বাড়াতে হবে। বন্যার্ত মানুষের পাশাপাশি মানুষের জীবন মান ও জীবিকা নির্বাহে একযোগে সকলকে এগিয়ে আসতে হবে।’

বিশেষজ্ঞ ডাক্তারদের মধ্যে রোগী দেখেছেন মেডিসিন ও চর্ম রোগ বিশেষজ্ঞ ডা. শানুর আলী মামুন, গাইনি বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মারুফা নাজমীন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. মাহমুদুল আমিন প্রমুখ।