বন্যার্তদের মাঝে শাবিপ্রবির সঞ্চালনের ত্রাণ বিতরণ

বন্যার্তদের মাঝে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রক্তদান বিষয়ক অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন ‘সঞ্চালন’র উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৪ জুন) সিলেটের ওসমানীনগর উপজেলায় বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ২য় ধাপে ত্রাণ বিতরণ করে সংগঠনটির স্বেচ্ছাসেবীরা।

সংগঠনের সভাপতি আশরাফুল আলম আকাশ বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা সঞ্চালনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি। আমরা ২য় ধাপে সিলেটের ওসমানীনগরের বিভিন্ন আশ্রয়কেন্দ্রে ত্রাণ বিতরণ করেছি।

এর আগে ১ম ধাপে ছাতকের তিনটি গ্রামের (চৌকা, রামচন্দ্রপুর, পরানপুর) ১০৪ টি পরিবারের নিকট আনুমানিক ২/৩ দিনের রান্না সামগ্রী পৌঁছানো হয়। যেখানে উপকরণ হিসেবে ছিল চাল, ডাল, তেল, আলু, পেঁয়াজ এবং লবন। এছাড়া কিছু প্রয়োজনীয় ঔষধ, খাবার স্যালাইন, সেনিটারি পণ্য, মোমবাতি ও দেয়াশলাই বিতরণ করা হয়।